লালমনিরহাটে ফুটবল খেলতে গিয়ে হেরে গেলো ব্যারিস্টার সুমনের দল
প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে লালমনিরহাট সানরাইজ স্পোর্টিং ক্লাবের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরেছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি।
শনিবার ২১ (জানুয়ারি) বিকেলে লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
উভয় দল মাঠে নেমে অনেক ভালো খেলেও গোল শূন্য ড্র করে মাঠ ছাড়ে। পরে ট্রাইব্রেকারে লালমনিরহাট সানরাইজ স্পোর্টিং ক্লাব, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমিকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে।
আরও পড়ুন: পালং-জাজিরার কাছে হেরে গেলো ব্যারিস্টার সুমন একাদশ
খেলা শেষে ব্যারিস্টার সুমন বলেন, যারা বিদেশের মাটিতে বসবাস করতে চান তারা যেন লালমনিরহাটে এসে একটি করে বাড়ি করেন। এখানকার মানুষ অন্য জেলার তুলনায় অনেক ভালো।
খেলায় হার নিয়ে তিনি বলেন, খেলায় হার-জিত থাকবেই। এতে দুঃখ পাওয়ার কিছু নেই।
এর আগে ব্যরিস্টার সুমন তার অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিওর মাধ্যমে লালমনিরহাট জেলার বিভিন্ন সমস্যা এবং উন্নয়নের কথা তুলে ধরেন।
আরও পড়ুন: শরিয়তপুরে ব্যারিস্টার সুমনের খেলা দেখতে ফুটবলপ্রেমীদের ভিড়
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন সেখানকার শিক্ষার্থীরাই এই জেলাকে পাল্টে দিতে পারে।
এছাড়া লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর চালু হলে এই এলাকার ভাবমূর্তি উজ্জ্বল হওয়াসহ মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান তিনি।
প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা স্বপন। এসময় পৌর মেয়র রেজাউল করিম স্বপন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু আহাদ খন্দকার লেলিন প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নিজের টাকায় ৪২তম সেতু বানালেন ব্যারিস্টার সুমন
রবিউল হাসান/এমআরআর/জেআইএম