গাজীপুরে হাজিরা বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:২৯ পিএম, ২২ জানুয়ারি ২০২৩
শ্রমিকদের সড়ক অবরোধে যান চলাচল বন্ধ থাকে

গাজীপুরে বাৎসরিক হাজিরা বোনাসের দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করেন তারা।

রোববার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত জয়দেবপুর-শিমুলতলী সড়ক অবরোধ করেন ইমন ফ্যাশনের শ্রমিকরা। এতে উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: গাজীপুরে ট্রাকচাপায় কারখানার নিরাপত্তাকর্মী নিহত, মহাসড়ক অবরোধ

 

jagonews24শ্রমিকরা জানান, গত বছরের বাৎসরিক হাজিরা বোনাসের দাবিতে এবং প্রশাসনিক কর্মকর্তার দুর্ব্যবহারের প্রতিবাদ জানান গাজীপুর মহানগরীর বিলাশপুরের বটতলা এলাকার ইমন ফ্যাশনের শ্রমিকরা। সকাল ৯টার দিকে জয়দেবপুর-শিমুলতলী সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এক পর্যায়ে তারা গাড়িও ভাঙচুর করেন।

সড়কে যান চলাচল বন্ধে দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

jagonews24

আরও পড়ুন: আশুলিয়ায় মেডিকেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল ইসলাম জাগো নিউজকে বলেন, মালিক শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক আছে।

আমিনুল ইসলাম/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।