স্যান্ডেলে করে হেরোইন পাচার, নারীসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ২২ জানুয়ারি ২০২৩

নাটোরে হেরোইনসহ দুজনকে আটক করেছে র‍্যাব। রোববার (২২ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‍্যাব।

আটকরা হলেন- শহরের চক বৈদ্যনাথ এলাকার রহিম আলীর স্ত্রী ফাতেমা বেগম (৪৫) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্র্রামের চান্দুর ছেলে মাসুদ রানা (৪৫)।

jagonews24

আরও পড়ুন: নাটোরে হেরোইন বহনের দায়ে যুবকের মৃত্যুদণ্ড 

সেখানে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে শহরের চকবৈদ্যনাথ গুড়ের আড়ৎ এলাকায় অভিযান চালায় র‍্যাব। এসময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানোর সময় স্যান্ডেলের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২১০ গ্রাম হেরোইন, নগদ ৯১ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ মামলা দিয়ে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

রেজাউল করিম রেজা/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।