মালিককে তুলে নিতে অস্ত্র নিয়ে খামারে হানা, বাবা-ছেলে কারাগারে
লক্ষ্মীপুরে সিক্স ফার্মারস এগ্রো ফার্ম লিমিটেডের মালিক ব্যারিস্টার রাশেদুল ইসলাম রাজীবকে তুলে নিতে তার খামারে ঢুকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার ঘটনায় মামলা করা হয়েছে। এ মামলায় অভিযুক্ত নুরনবী ও তার ছেলে আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে পুলিশ।
রোববার (২২ জানুয়ারি) দুপুরে তাদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার (২১ জানুয়ারি) মধ্যরাতে লক্ষ্মীপুর জেলা শহরের বাঞ্চানগর এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।
তার আগে শুক্রবার রাতে খামারের মালিক ব্যারিস্টার রাজীব সদর মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২৫ জনের বিরুদ্ধে মামলা করেন।
আরও পড়ুন: লাশ আটকে স্ট্যাম্পে সই, ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের নামে মামলা
গ্রেফতার নুরনবী জেলা শহরের উত্তর তেমহুনী এলাকার ব্যবসায়ী ও লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা। মামলার বাদী রাজীব সদর উপজেলার টুমচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, নুরনবীর সঙ্গে বাদী রাজীবের বাবা রফিকুল ইসলামের কনস্ট্রাকশনের কাজ নিয়ে বিরোধ ছিল। দুই বছর আগে বাদীর বাবা মারা যান। ওই বিরোধকে কেন্দ্র করেই গত ১৯ জানুয়ারি বিকেলে নুরনবী দেশীয় অস্ত্রশস্ত্রসহ দলবল নিয়ে সদর উপজেলার শাকচর ইউনিয়নের খালপাড় এলাকায় রাজীবের খামারে হামলা করেন। এসময় বাদীকে তুলে নিতে অভিযুক্তরা খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে খামারের কর্মীদের এলাকা ছাড়ার হুমকি দেন তারা। এসময় ২০ টি গরু-ছাগলের গলার রশি কেটে দেন অভিযুক্তরা। এতে কয়েকটি গরু-ছাগল খামার থেকে বের হয়ে যায়। এছাড়া হামলাকারীরা গরু-ছাগলের খাবার নষ্ট করেন। এতে বাদীর প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
খামারের কর্মী মেহেদি হাসান সোয়েব জানান, তারা খামারে কাজ করছিলেন। হঠাৎ করে একদল লোক ঢুকে হামলা চালান। একপর্যায়ে তাদের হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে তারা চলে যান।
আরও পড়ুন: গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে ছেলে হত্যার বিচার চাইলেন মা
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, একটি খামারে দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তরা হামলা চালায়। খামার মালিকের মামলায় তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
কাজল কায়েস/এমআরআর/জেআইএম