টাঙ্গাইলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
টাঙ্গাইলের মির্জাপুরের চাঞ্চল্যকর আউয়াল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জহিরুল ইসলাম ঝড়ুকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (২৩ জানুয়ারি) দিনগত রাতে সাভারের তেঁতুলঝোড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৪ এর টাঙ্গাইল কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ধর্ষণের ১৯ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
মো. জহিরুল ইসলাম ঝড়ু টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মীরকুটিয়া গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে।
র্যাব জানায়, আউয়াল হত্যার ঘটনায় এসআই শ্যামল কুমার দত্ত বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন। মামলায় মো. জহিরুল ইসলামসহ চারজনকে অভিযুক্ত করা হয়। ওই মামলায় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) আদালত ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি জহিরুল ইসলাম ঝড়ুকে মৃত্যুদণ্ড দেন। এরপর থেকে তিনি পলাতক। পরে তাকে মির্জাপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আরিফ উর রহমান টগর/আরএইচ/জেআইএম