ঘরে গিয়ে বোরকা পরে আসার কথা বলে নারীর বিষপান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৪ জানুয়ারি ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মৌসুমী আক্তার (২৮) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৌসুমী আক্তার ওই গ্রামের আমিন মিয়ার স্ত্রী ও একই এলাকার আইয়ুব খানের মেয়ে। তবে পুলিশের দাবি, ওই নারী চিহ্নিত মাদক কারবারি। তাকে ধরতে গেলে তিনি ঘরে গিয়ে বোরকা পরার কথা বলে বিষপান করেন। তার নামে দুটি মাদক মামলা রয়েছে।

মৌসুমী আক্তারের মা শাহানা বেগম অভিযোগ করে বলেন, সন্ধ্যার দিকে আখাউড়া থানার এএসআই আব্দুল আজিজের নেতৃত্বে নারী পুলিশসহ ৮/১০ জন পুলিশ আমার বাড়িতে আসেন। তারা আমার মেয়েকে ধরে থানায় নিয়ে যেতে চাচ্ছিলেন। মৌসুমী তখন পুলিশ সদস্যদের তাকে থানায় নিয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে এএসআই আজিজ বলেন, ‘ওসি সাহেব তোমাকে থানায় নিয়ে যেতে বলেছে।’

মৌসুমীর মা আরও বলেন, এসময় আমি পুলিশকে বলি, আমার মেয়ের হার্টে ব্লক আছে, তাকে নিয়েন না। দরকার হলে আমি থানায় যাবো। এসময় পুলিশ তাকে জোর করে ধরে নিয়ে যেতে চাইলে আমার মেয়ে পুলিশের সামনে বিষ খেয়ে ফেলে। পরে আমি তাকে হাসপাতালে নিয়ে আসি।

জানা গেছে, মৌসুমীকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল পাঠানো হয়। সেখান থেকে রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল মোনেম বলেন, বিষপান করা আখাউড়ার এক নারীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাকে প্রথমে আমরা হাসপাতালে ভর্তি করি। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য কাউন্সিলিং করা হয়। পরবর্তীকালে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

তবে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ওই নারী একটি বাগানে পাচারের জন্য গাঁজা মজুত করেছিল। বাগানের মালিক গাঁজা দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ গিয়ে গাঁজা উদ্ধার করে নিয়ে আসে। পরবর্তীকালে মৌসুমী গিয়ে গাঁজা না পেয়ে বাগানের মালিককে মামলায় ফাঁসানোর হুমকি দেয়। বাগানের মালিক বিষয়টি থানায় জানালে গাঁজাগুলো মৌসুমীর বলে আমরা নিশ্চিত হই। পরে গাঁজা উদ্ধারের ঘটনায় মৌসুমীর নামে থানায় মামলা করা হয়। মামলার পর তাকে ধরতে গিয়ে ঘরের দরজায় ধাক্কা দেওয়া হয়। এসময় মৌসুমী পুলিশকে বলে, আমি বোরকা পরে বের হচ্ছি। এই বলে ঘরের ভেতরে বিষপান করে।

ওসি আরও বলেন, ওই নারীর বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে।

এদিকে, বিষয়টি নিয়ে জানতে চাইলে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দীন জাগো নিউজকে বলেন, ওই নারী প্রবাসে তার ভাইয়ের কাছে কিছু মালামাল পাঠাতে প্যাকিং করে আরেক প্রবাসীর বাড়িতে যেতে প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় পুলিশ গিয়ে তাকে সঙ্গে আসতে বলে মালামালগুলো তল্লাশি করে। উপস্থিত সবাই তখন তাকে থানায় না নিতে অনুরোধ করেন। কিন্তু পুলিশ তাকে চাপ দিচ্ছিল। এই অবস্থায় সে বিষপান করে।

তিনি আরও বলেন, গতকাল কোনো মাদক পাওয়ার ঘটনায় তাকে আটক করতে পুলিশ গিয়েছিল কী না, তেমন কোনো বিষয় শুনিনি। এই নারী মাদক কারবারি কী না তা আমি সঠিক জানি না। তবে তার বিরুদ্ধে দুইটি মামলা চলমান বলে পুলিশ জানিয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।