চাঁপাইনবাবগঞ্জ-২ উপ-নির্বাচন

নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর কর্মীকে মারধরের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ২৪ জানুয়ারি ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সরকারের এক কর্মীকে মারধর এবং পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর পুরাতন বাজারে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ওই প্রার্থীর ছেলে মো. আহসান উদ্দীন সরকার। তিনি আপেল প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট।

আরও পড়ুন: আব্দুস সাত্তার আমাদের ট্রাম্পকার্ড: আহমদ হোসেন

আহসান বলেন, ২২ জানুয়ারি ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের বড়গাছি বাজারে আওয়ামী লীগ কর্মী সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ আপেল প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলেন। ২৩ জানুয়ারি গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেরপুর গ্রামের আপেল প্রতীকের কর্মী মো. হাবিবুল্লাহকে আওয়ামী লীগের কর্মী মেহেদী, আনারুল, মিলন মারধর করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান। তিনি বলেন, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বুধবার

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান জাগো নিউজকে বলেন, অভিযোগের কপি হাতে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।

মো. সোহান মাহমুদ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।