গাজীপুরে বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ১২:৫০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

গাজীপুর মহানগরীর কড্ডা এলাকায় বিপিডিবি-আরপিসিএল পাওয়ারজেন লি. এর ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে ঢাকার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন তিনি।

গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব লোকমান হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, সিভিল সার্জন ডা. আলী হায়দার খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন প্রমুখ ।

১৫০ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের ফলে গাজীপুর জেলায় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতিসহ লোড-শেডিং হ্রাস পেয়েছে।

উল্লেখ্য, বিপিডিবি-আরপিসিএল পাওয়ারজেন লি. এর ১৫০ মেগাওয়াট ডুয়েল ফুয়েল পাওয়ার প্ল্যান্টটি গাজীপুরের কড্ডায় কোম্পানির শেয়ার হোল্ডার প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানি  লিমিটেড (আরপিসিএল) এর কাছ থেকে সাড়ে ১০ একর জমি ২০ বছরের জন্য ইজারা নিয়ে বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজ ২০১৩ সালের মে মাসে শুরু করে।

২০১৫ সালের মে মাসে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। একই বছর ১৬ আগস্ট উৎপাদনে গিয়ে জাতীয় গ্রিড লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু করে।

আমিনুল ইসলাম/এফএ/ এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।