হিলি বন্দরে দুদিন আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আগামী দুদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এসময় উভয় দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বুধবার (২৫ জানুয়ারি) হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: হিলি বন্দর দিয়ে ২ দিন ধরে আমদানি-রফতানি বন্ধ
তিনি বলেন, বৃহস্পতিবার ভারতের প্রজাতন্ত্র দিবস ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে দুদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। শনিবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান বলেন, হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।
মো. মাহাবুর রহমান/আরএইচ/এএসএম