গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা বাস্তবায়ন দাবি

সাতক্ষীরায় বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ২৫ জানুয়ারি ২০২৩

সাতক্ষীরায় গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে পাল্টাপাল্টি সমাবেশ করেছে জেলা বিএনপির দুই গ্রুপ।

বুধবার (২৫ জানুয়ারি) বিকালে শহরের তালতলা হাইস্কুল মাঠ এবং রাধানগরে অনুষ্ঠিত পৃথক সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

তালতলা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির আহ্বায়ক মো. শের আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ প্রমুখ।

অপরদিকে, রাধানগরে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি কাজী আলাউদ্দীন। বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসানসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, সরকার নাশকতার মামলার নামে রসিকতা করছে। আমরা এ রসিকতা আর দেখতে চাই না।

আহসানুর রহমান রাজীব/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।