নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি সাগর, সম্পাদক রাহিদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১১:৩৯ এএম, ২৭ জানুয়ারি ২০২৩
সভাপতি সাগর, সম্পাদক রাহিদ

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে রাকিবুর রহমান সাগরকে সভাপতি ও রাহিদ ইসতিয়াক সিকদারকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সই করা এক বিজ্ঞপ্তিতে ছয় সদস্য বিশিষ্ট এ কমিটির ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ, সম্পাদক জিকু

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি শাহাজাদা রতন, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজিব, যুগ্ম সম্পাদক ওসমান প্রীতম ও সাংগঠনিক সম্পাদক রাসেল।

মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদ আহমেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় ছাত্রদল এ কমিটির অনুমোদন দিয়েছেন। আমি তাদের মঙ্গল কামনা করছি।

আরও পড়ুন: মুন্সিগঞ্জ ছাত্রদলের সভাপতি হাসেম, সম্পাদক জামাল

সভাপতি রাকিবুর রহমান সাগর বলেন, কেন্দ্রীয় ছাত্রদল আমাদের প্রতি যে দায়িত্ব অর্পণ করেছে আমরা যেন সে দায়িত্ব যথাযথ পালন করতে পারি এজন্য সবার সহযোগিতা কামনা করছি।

মোবাশ্বির শ্রাবণ/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।