বাইক চালানো অবস্থায় কথা বলছিলেন মোবাইলে, প্রাণ গেলো ট্রাক্টরচাপায়

সাতক্ষীরায় মাটিবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে শেখ সানাউল হুদা (৪৫) নামের এক ফার্মেসি ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টায় সদর উপজেলার ব্যাংদহা-বুধহাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সানাউল হুদা উপজেলার ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া গ্রামের শেখ আবুল হোসেনের ছেলে।
সানাউলের মামা মশিউর রহমান বলেন, সানাউল হুদার ব্যাংদহা বাজারে একটি ফার্মেসির দোকান আছে। সেখান থেকে ফেরার পথে মোটরসাইকেল চালানো অবস্থায় এক হাত দিয়ে মোবাইলে কথা বলছিলেন তিনি। পথে একটি মাটিবাহী ট্রাক্টর অতিক্রম করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন সানাউল। স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরার সিবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তিনি মারা যান।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রাকচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমান জাগো নিউজকে বলেন, ট্রাক্টরের চালক পালিয়ে গেছে। নিহতের পরিবার ময়নাতদন্ত করতে রাজি নয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান জাগো নিউজকে বলেন, নিহতের পরিবার কোনো অভিযোগ দেয়নি। এজন্য মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
আহসানুর রহমান রাজীব/এসজে/এএসএম