নোয়াখালীতে চাঁদাবাজি বন্ধে অটোরিকশা শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ২৯ জানুয়ারি ২০২৩

নোয়াখালীতে পুলিশের ‘মাসিক চাঁদা’ বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকরা। রোববার (২৯ জানুয়ারি) দুপুরে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙা ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালিত হয়।

বেগমগঞ্জ পূর্ব অঞ্চল সিএনজিচালক উন্নয়ন কমিটির ব্যানারে শতাধিক চালক-শ্রমিক বিক্ষোভে অংশ নেন। এসময় আঞ্চলিক মহাসড়কে একঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো।

jagonews24

শ্রমিকদের দাবি, প্রতি মাসে সিএনজিপ্রতি ট্রাফিক পুলিশের টোকেন ৩০০ টাকা, থানায় ২০০ টাকা করে দিতে হয়। এছাড়া মাসিক হারে চাঁদা আদায়ের পরও বিভিন্ন অজুহাতে ট্রাফিক পুলিশের হয়রানির শিকার হতে হয়।

আরও পড়ুন: পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, ভোগান্তি 

বেগমগঞ্জ পূর্ব অঞ্চল সিএনজি চালক উন্নয়ন কমিটির সভাপতি শেখ জোবায়ের হোসেন রাসেল জাগো নিউজকে বলেন, নোয়াখালীতে থানা-ট্রাফিক পুলিশকে টাকা না দিয়ে কোনো সিএনজিচালিত অটোরিকশা চলতে পারে না। দালাল সিন্ডিকেটের মাধ্যমে ট্রাফিক বিভাগ এসব চাঁদা আদায় করে। আমরা এ থেকে মুক্তি চাই।

jagonews24

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব জাগো নিউজকে বলেন, বেগমগঞ্জের কোথাও পুলিশকে চাঁদা দিতে হয় না। রাস্তায় নিয়মের বাহিরে গেলে পুলিশ মামলা দেয় এতে ক্ষিপ্ত হয়ে এসব অভিযোগ করতে পারে। তবুও কেউ সুনির্দিষ্ট অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, সড়কে সিএনজি চালকদের অবরোধের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। পরে তাদের সরিয়ে দিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।