লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধা হত্যার প্রধান আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ১০:২২ এএম, ৩০ জানুয়ারি ২০২৩

লালমনিরহাটের পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ এম. ওয়াজেদ আলী হত্যায় প্রধান আসামি নাহিদুজ্জামান বাবুকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৯ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার মুন্সীহাট সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত নাহিদুজ্জামান বাবু পাটগ্রাম পৌর এলাকার রসুলগঞ্জ নিউ পূর্বপাড়া মো. আব্দুস সামাদ প্রধান ছেলে। নিহত এম ওয়াজেদ আলী তাদের প্রতিবেশী ছিলেন।

আরও পড়ুন: লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ডে থানায় মামলা

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এম. ওয়াজেদ আলী হত্যায় মামলার প্রধান আসামি নাহিদুজ্জামান বাবুকে পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী এক বাড়ি থেকে গ্রেফতার করে রাতেই লালমনিরহাট পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (২০ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টার দিকে পাটগ্রাম পৌর এলাকার পূর্বপাড়ার নিজ বাসার সামনে পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা এম. ওয়াজেদ আলীকে (৬৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

আরও পড়ুন: লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

স্থানীয়রা জানান, পাটগ্রাম ফাতেমা প্রি-ক্যাডেট অ্যান্ড কিন্ডার গার্ডেনের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছিলেন বীর মুক্তিযোদ্ধা এম. ওয়াজেদ আলী। ওই কিন্ডার গার্ডেনে খণ্ডকালীন শিক্ষক ছিলেন নাহিদুজ্জামান প্রধান বাবু। বার্ষিক পরীক্ষার খাতা মূল্যায়ন নিয়ে অধ্যক্ষের সঙ্গে তার দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরপর থেকে নাহিদুজ্জামান প্রধান বাবু আর স্কুলে যায়নি। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক। তার ফোনটি বন্ধ রয়েছে।

রবিউল হাসান/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।