নোয়াখালীর গান্ধী আশ্রম পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক নোয়াখালী
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ৩০ জানুয়ারি ২০২৩

নোয়াখালীতে গান্ধী আশ্রম পরিদর্শন করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৩০ জানুয়ারি) সকালে মহাত্মা গান্ধীর ৭৫তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

পরে তিনি গান্ধী আশ্রম ট্রাস্ট আয়োজিত ‘সমসাময়িক বিশ্বে মহাত্মা গান্ধীর প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন।

আরও পড়ুন: নোয়াখালীর গান্ধী আশ্রম পরিচালনায় নতুন আইন পাস 

প্রণয় ভার্মা বলেন, গান্ধীজির সত্য, মানবতাবাদ ও অহিংসা দর্শনে আজকের বৈশ্বিক চরমপন্থা ও সন্ত্রাসবাদের মোকাবিলায় গুরুত্বারোপ করেছেন। তিনি প্রকৃতির সঙ্গে সঙ্গতি বিধানে গান্ধীজির বিশ্বাস, দরিদ্রদের ক্ষমতায়নের লক্ষ্যে তার দৃঢ় সংকল্প এবং ‘বসুধৈব কুটুম্বকম্’ বার্তার ওপর জোর দেন। যা জি২০ প্রেসিডেন্সির জন্য ভারত গৃহীত ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’ নীতিকে অনুপ্রাণিত করে।

এসময় ট্রাস্টের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।