আওয়ামী লীগের জনসভা থেকে বাড়ি ফেরা হলো না মুসার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ৩০ জানুয়ারি ২০২৩

রাজশাহীতে আওয়ামী লীগের জনসভা শেষে বিশেষ ট্রেনে করে বাড়ি ফিরছিলেন মুসা সরকার। বোরবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী থেকে নাটোরগামী ওই বিশেষ ট্রেনের ছাদ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। তবে বাড়ি আর ফেরা হয়নি মুসা সরকারের। সোমবার (৩০ জানুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মুসা সরকারের (৪০) বাড়ি নাটোর সদর উপজেলার কেশবপুর এলাকায়। তিনি রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে নাটোর থেকে রাজশাহীতে এসেছিলেন। বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় ট্রেন থেকে পড়ে ওই ব্যক্তি আহত হন। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান রাবি শিক্ষার্থীরা। রাতেই তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ট্রেনের ছাদ থেকে পড়ে আহত ওই ব্যক্তি আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। তার অবস্থা খুবই খারাপ ছিল। আজ দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

এ বিষয়ে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার খবর শুনে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে পুলিশ গিয়ে দেখে, ওই ব্যক্তিকে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছেন। আজ দুপুরে শুনেছি তিনি মারা গেছেন।

ওসি আরও বলেন, ট্রেনের ছাদ থেকে কেন, কীভাবে ওই ব্যক্তি পড়ে গিয়েছিলেন তা জানা সম্ভব হয়নি।

সাখাওয়াত হোসেন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।