কক্সবাজারে হাতের রগ কেটে মোবাইল-ল্যাপটপ ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ৩০ জানুয়ারি ২০২৩
আহত এনজিওকর্মী জামাল আফরান

কক্সবাজার শহরে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) দুই কর্মী ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইয়ে বাধা দিতে গিয়ে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে একজনের হাতের কবজির রগ কেটে গেছে।

হাতের রগ কাটার পর তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, একটি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসহ দুটি ব্যাগ নিয়ে গেছেন ছিনতাইকারীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সোমবার (৩০ জানুয়ারি) সকালে কক্সবাজার শহরের বাইপাস সড়কের কলাতলী এলাকার বিকাশ ভবনের সামনে এ ঘটনা ঘটে।

আহত জামাল আফরান (৩৮) টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরীপাড়ার মৃত ওবাইদুর রহমানের ছেলে। একই সময় ছিনতাইয়ের শিকার হয়েছেন আহতের সহকর্মী মিথিলা হক।

ভুক্তভোগীদের বরাতে ওসি রফিক বলেন, ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে বাসে উঠতে রিকশাযোগে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন জামাল আফরান ও তার সহকর্মী মিথিলা হক। কলাতলীর বাইপাস সড়কের বিকাশ ভবনের সামনে পৌঁছালে অটোরিকশাযোগে এসে একদল ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এসময় ভুক্তভোগীদের সঙ্গে থাকা দুটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তারা। তাদের বাধা দিলে ছিনতাইকারীরা জামাল আফরানকে ছুরিকাঘাত করেন।

ছুরিকাঘাতে জামাল আফরানের বাম হাতের কবজির রগ কেটে যায়। পরে ছিনতাইকারীরা ব্যাগ দুটি নিয়ে পালিয়ে যান। এসময় সহকর্মী মিথিলাও আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়।

ভুক্তভোগী মিথিলা হক বলেন, ছিনিয়ে নেওয়া ব্যাগ দুটিতে তাদের দুটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, একটি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র রয়েছে। আহত জামাল আফরান প্রায় দুই ঘণ্টা অস্ত্রোপচার শেষে হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি রফিকুল ইসলাম।

সায়ীদ আলমগীর/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।