মাদারীপুরের এক বিদ্যালয়ের ১২ ল্যাপটপ চুরি

মাদারীপুরের কালকিনি উপজেলার সমিতিরহাট আবা খালেদ মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১২টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (৩০ জানুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল হক বাদী হয়ে মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে এ বিষয়ে কালকিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
বিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার সমিতিরহাট এলাকার সমিতিরহাট আবা খালেদ মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১২টি ল্যাপটপ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে স্টিলের আলমারিতে রাখা ছিল। তার পাশের কক্ষে নৈশপ্রহরী আব্দুল মান্নান রাতে ঘুমিয়ে ছিলেন। সোমবার (৩০ জানুয়ারি) দিনগত রাতে ল্যাপটপ রাখার কক্ষের দরজার তালা ভেঙে আলমারিতে রাখা ১২টি ল্যাপটপ নিয়ে যায় চোর।
মঙ্গলবার সকালে বিষয়টি টের পান নৈশপ্রহরী। তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল হককে জানান। পরে প্রধান শিক্ষক বাদী হয়ে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দেন।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল হক বলেন, প্রশাসনের প্রতি আমাদের দাবি, দ্রুত যেন চোর শনাক্ত করে আমাদের ল্যাপটপ উদ্ধার করে দেওয়া হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি হওয়া ল্যাপটপ উদ্ধারের চেষ্টা চলছে।
আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এমএস