বাঁশখালীতে ৫ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বাঁশখালীতে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বিক্রি নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রিসহ নানান অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার নাপোড়া বাজার, চাম্বল বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
অভিযানে নাপোড়া বাজার এলাকায় সড়কের ওপর দোকানের মালামাল রাখায় মেসার্স বিএল স্টোর ও অনুরূপা ভাণ্ডারকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন, মেয়াদোত্তীর্ণ ঠান্ডা পানীয় ও খাবার সংরক্ষণের দায়ে বাজারের সুন্দরবন হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে চাম্বল বাজারে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, তাপমাত্রা সংবেদনশীল ইনজেকশন যথাযথভাবে সংরক্ষণ না করায় শাহ মজিদিয়া ফার্মেসিকে ১০ হাজার ও এলাহী মেডিসিন হাউজকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে নাপোড়া বাজার ও চাম্বল বাজারে অভিযান চালানো হয়। এসময় হোটেল, মুদি দোকান, ফার্মেসিকে জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সতর্ক করা হয়।
ইকবাল হোসেন/বিএ/এমএস