চোর সন্দেহে জনতার পিটুনিতে প্রাণ গেলো যুবকের
আহত অবস্থায় আবুল কালামকে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন
ফরিদপুর পৌরশহরে চোর সন্দেহে জনতার পিটুনিতে আবুল কালাম (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে ৫ নম্বর ওয়ার্ডের মোড়ালিদাহ মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত কালাম মাদারীপুরের শিবচর উপজেলার দক্ষিণ কোঁড়কচর এলাকার ইসমাইল চোকদারের ছেলে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জাগো নিউজকে বলেন, শহরের একটি বাড়িতে চুরি করতে গেলে ওই যুবককে পিটুনি দেয় স্থানীয় জনতা। আহত অবস্থায় তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার সুমন।
এন কে বি নয়ন/এসজে/জিকেএস