স্কুলের অনুষ্ঠানে গান গাইলেন এমপি কেরামত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৩

অডিও শুনুন

রাজবাড়ী সদর উপজেলার আলহাজ আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গান গেয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মুগ্ধ করলেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য শেষে শিক্ষার্থীদের অনুরোধে ‘সাত সাগর আর তের নদীর পাড়ে’ ও ‘নৌকায় পাল তুলে দে’ গান দু্টির কিছু অংশ গেয়ে শোনান এমপি কাজী কেরামত আলী। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এর আগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আলহাজ আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবীর উদ্দিন বিশ্বাস।

সিনিয়র শিক্ষক শেখ মো. আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা হেদায়েত আলী সোহরাব, বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরশাদ আলী সরদার, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন শেখ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল গফ্ফার শেখ প্রমুখ।

এছাড়া সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ মো. রুহুল, দাদশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুরুল ইসলাম, মজনু শেখ, সোহেল খান, কুমারেশ দাসসহ অনেকে উপস্থিত ছিলেন।

কাজী কেরামত আলী বলেন, খেলাধুলা করলে মন ভালো থাকে। আর মন ভালো থাকলে পড়াশোনাও ভালো হয়। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শুধু এই স্কুল নয়, তার নির্বাচনী এলাকার প্রায় প্রতিটি স্কুলে তিনি অবকাঠামোসহ সব উন্নয়ন করেছেন। পর্যায়ক্রমে এই স্কুলের আরও উন্নয়ন করবেন।

তিনি আরও বলেন, চলতি বছরের শেষে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ সরকার পুনরায় বিজয়ী হলে অসমাপ্ত উন্নয়নকাজ সমাপ্ত করে দেশ আরও এগিয়ে নেবে। এ জন্য সবার দোয়া প্রয়োজন।


রুবেলুর রহমান/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।