সিরাজগঞ্জে পিকআপ চাপায় গৃহবধূ হত্যায় গ্রেফতার ৪

সিরাজগঞ্জে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় বাড়ির গৃহকর্মী পিকআপে পিষ্ট হওয়ার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে র্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে সদর উপজেলার পঞ্চ সারটিয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে। এতে গৃহবধূ সেলিনা খাতুন ঘটনাস্থলে মৃত্যু হয়। গুরুতর আহত হন তার ছেলে জুবায়ের (২২)। সেলিনা খাতুন ওই গ্রামের আমির চাঁনের স্ত্রী।
আরও পড়ুন: চোর ধরতে গিয়ে পিকআপের চাকায় পিষ্ট গৃহবধূ
তিনি জানান, ভোরে গোয়ালঘরে থাকা অন্যান্য গরুর ডাকে বাড়ির গৃহবধূ সেলিনা খাতুন, স্বামী ও তার দুই ছেলে বাইরে বেরিয়ে আসে। পরে দেখেন তাদের দুটি গরু একটি পিকআপে তোলা হয়েছে। এরপর গাড়ি থামানোর জন্য পিকআপের সামনে গৃহবধূ সেলিনা খাতুন দাঁড়ালে তারা দ্রুত গতিতে পিকআপ চালিয়ে চাকায় পৃষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সেলিনা খাতুন মারা যান।
এরপর পুলিশ ঘটনাস্থলে যাওয়ার সময় টের পেয়ে গরুসহ পিকআপটি রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ঘটনায় নিহত সেলিনার স্বামী বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় দস্যুতা এবং হত্যা করার অপরাধে একটি মামলা করেন।
গ্রেফতাররা হলেন- সিরাজগঞ্জ মিরপুর এলাকার মৃত আবুল শেখের ছেলে লতিফ হোসেন (৪৫), রায়গঞ্জ উপজেলার শিবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে জহিরুল শেখ (৩৫), বগুড়ার শাহজাহানপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আব্দুস ছালাম (৩৮) ও টাঙ্গাইল জেলার বারইপাড়া গ্রামের জহুর উদ্দিনের ছেলে মিন্টু মিয়া (৩৪)।
এম এ মালেক/আরএইচ/জিকেএস