জনগণের অভিযোগ জানতে মুক্তমঞ্চে এসপি

বরগুনায় জনগণের অভিযোগ ও পুলিশের দায়িত্বে অবহেলার ঘটনা জানতে উন্মুক্ত মতবিনিময় সভা করেছেন জেলা পুলিশ সুপার আব্দুস সালাম।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের সাহাপট্টি এলাকায় বঙ্গবন্ধু সিদ্দিক স্মৃতি মঞ্চে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ সম্ভু। সভা সঞ্চালনা করেন পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম।
সভায় এসপি আব্দুস সালাম বলেন, বরগুনায় অপরাধ দমনে জেলা পুলিশ সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে। আপনাদের কোনো অভিযোগ থাকলে নির্দ্বিধায় থানায় এসে অভিযোগ জানাবেন। যদি কেউ থানায় আসতে না পারেন তাহলে আমাকে ফোন দেবেন। এসময় নিজের ফোন নম্বর সবাইকে জানিয়ে দেন পুলিশ সুপার।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস, সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, পৌরমেয়র কামরুল আহসান মহারাজ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস বলেন, শহরের যেকোনো জায়গায় ইভটিজিং, বাল্যবিয়ে, মাদকের ঘটনা জানালে পুলিশের অভিযানের পাশাপাশি প্রয়োজনে জেলা প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ সম্ভু বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে সব ধরনের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবো।
এসআর/জেআইএম