পরীক্ষার প্রশ্নের ছবি তুলে ছোটকে পাঠিয়ে বড় বোন বহিষ্কৃত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

রাজশাহীতে সরকারি নিয়োগ পরীক্ষায় মোবাইল নিয়ে প্রবেশের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) নগরীর হেতেমখা বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে কর অঞ্চল রাজশাহীর নিয়োগ পরীক্ষা চলাকালে তাকে বহিষ্কার করা হয়।

ওই পরীক্ষার্থীর নাম ইসরাত জাহান। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার গম্বুজপাড়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে।

হেতেমখা বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমিনুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরীক্ষা চলাকালীন মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে তা তার ছোট বোনকে পাঠান ওই পরীক্ষার্থী। এ অপরাধে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাকে বহিষ্কার করা হয়। পরে মুচলেকা নিয়ে তার স্বামীর হাতে তুলে দেওয়া হয়েছে। রোববার (৫ ফেব্রুয়ারি) তাদের আবারও ম্যাজিস্ট্রেট ডেকে পাঠিয়েছেন।

সাখাওয়াত হোসেন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।