প্রধানমন্ত্রী ১০বার সভাপতি হওয়ায় কালীগঞ্জ আওয়ামী লীগের শোভাযাত্রা

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী ১২০০ মোটরসাইকেল, ২৫০টি প্রাইভেটকার এবং ২০টি পিকআপভ্যানে করে অংশ নেন। শোভাযাত্রায় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং স্মার্ট বাংলাদেশের রূপকল্প প্রদর্শন করা হয়।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার নাগরী ইউনিয়নের পূর্বাচলের শহীদ ময়েজউদ্দিন চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়। পরে কালীগঞ্জ পৌর শহর ও উপজেলা পরিষদ হয়ে বাহাদুরসাদী, জামালপুর, মোক্তারপুর স্বপ্ন ছায়া রিসোর্টে মধ্যাহ্নভোজের বিরতি দিয়ে জাঙ্গালিয়া, বক্তারপুর হয়ে তুমলিয়া ইউনিয়নের মিশনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি।
আরও পড়ুন: কালীগঞ্জের দেড়শ বছরের পুরনো বকুল তলার গ্রামীণ মেলা
সরেজমিনে দেখা যায়, শোভাযাত্রায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসময় ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্র বাজিয়ে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। এতে নেচে-গেয়ে একটি আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শোভাযাত্রায় নেতাকর্মীদের হাতে হাতে ছিল ছোট-বড় জাতীয়, দলীয় ও সহযোগী সংগঠনের পতাকা। শোভাযাত্রায় আইনশৃঙ্খলা বাহিনী সদস্য ছিল চোখে পড়ার মতো।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী বলেন, টানা দশমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মেহের আফরোজ চুমকি। এ উপলক্ষে স্থানীয় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আব্দুর রহমান আরমান/জেএস/এমএস