‘দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেতে রাস্তায় নেমেছে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ১০:০৮ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৩

কয়েক বছরে দশ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ। দেশের শিক্ষা ও সংস্কৃতি ধ্বংস করে দিয়েছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে রাস্তায় আন্দোলন করে সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে। এসব কথা বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু চৌধুরী।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ নগরীর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা ভোট চোর, এটাই মূলকথা। দেশের মানুষ ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য রাস্তায় নেমেছে। তাদের মিথ্যা, গায়েবী মামলায় গ্রেফতার করা হচ্ছে। খুন করা হচ্ছে। ক্ষমতায় থাকার জন্য সরকারি কর্মকর্তাদের ব্যবহার করে বহু অপকর্ম তারা করছে। আওয়ামী লীগ দেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা রাজনৈতিক ভাবে পরাজিত। মনে রাখতে হবে আওয়ামী লীগ শুধু ভোট চুরি করে না। তারা পুকুর চুরি করছে, ব্যাংক, শেয়ার বাজার, মেঘা প্রজেক্ট, ছোট প্রজেক্ট সব চুরি করে দেশকে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে।

jagonews24

আরও পড়ুন: ১১ ফেব্রুয়ারি দেশের সব ইউনিয়নে পদযাত্রা করবে বিএনপি

তিনি আরও বলেন, দেশের মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। নিম্ন ও মধ্যবিত্ত মানুষ দুবেলা খেতে পারছে না। সরকারের লুটপাট ও চুরির কারণে গ্যাস, বিদ্যুৎ, তেলের উচ্চ মূল্য দিতে হচ্ছে। আওয়ামী লীগের সিন্ডিকেটের কারণে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বেড়েছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে ভোট চুরিতে মন দিয়েছে।

ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক এমপি হারুন অর রশিদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, কেন্দ্রীয় বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, আব্দুল বারী ড্যানী, সাবেক মন্ত্রী সিরাজুল আলম খান, সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি, শাহ শহীদ সারোয়ারসহ প্রমুখ।

মঞ্জুরুল ইসলাম/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।