মাকে হত্যায় ছেলের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৩

বগুড়ায় মাকে হত্যায় ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন৷ এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম আবু বক্কর (৩০)। তিনি ধুনট উপজেলার শৈলমারী গ্রামের মৃত হবিবর আকন্দের ছেলে।

আরও পড়ুন: হত্যা মামলায় বাবা-মা-ছেলের যাবজ্জীবন

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নাসিমুল করিম হলি জানান, আবু বক্কর নেশাগ্রস্ত ছিলেন। ২০১৫ সালের ১২ অক্টোবর রাত ১০টার দিকে নেশাগ্রস্ত অবস্থায় তিনি ৫৮ বছর বয়সী মা আলতাফুন্নেছা কাছে রাতে খাওয়ার জন্য ভাত দিতে বলেন। এ সময় মা তাকে নিজে ভাত নিয়ে খেতে বললে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বক্কর পাশে থাকা একটি গাছের ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে আলতাফুন্নেছা অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরদিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন: বড় ছেলের ফাঁসি, স্ত্রী-ছোট ছেলের যাবজ্জীবন

এ ঘটনায় বক্করের বড় ভাই শাহ আলম বাদী হয়ে ধুনট থানায় হত্যা মামলা করেন। ১৬ অক্টোবর আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। এরপর দীর্ঘ শুনানি শেষে রোববার রায় ঘোষণা করা হয়।

এপিপি নাসিমুল করিম হলি আরও জানান, বক্কর গ্রেফতারের পর থেকে তিনি কারাগারে ছিলেন। রোববার আদালতে দোষ স্বীকার করায় তাকে এ সাজা দেওয়া হয়।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।