ফুল উৎপাদনে দেশে বিপ্লব ঘটেছে: শিক্ষামন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:২১ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৩

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, টিউলিপ ফুলের জন্য বিশেষ কিছু দরকার হলে সরকার সেটির ব্যবস্থা করবেন। টিউলিপ ফুলের বাল্ব সংরক্ষণের জন্য যে সুবিধা দরকার আমাদের এখানে এখনও সেটি নেই। দেশে ব্যাপকভাবে ফুল উৎপাদন হচ্ছে। ফুল উৎপাদনে দেশে বিপ্লব ঘটে গেছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামে দেলোয়ার হোসেন-শেলিনা দম্পতির টিউলিপ ফুল বাগান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

jagonews24

আরও পড়ুন: ১০০ টাকা টিকিটে ঘুরে আসুন টিউলিপ রাজ্যে 

মন্ত্রী বলেন, দেশ উন্নত হচ্ছে। মানুষ সৌন্দর্য পিপাসু। সেই সৌন্দর্যবোধটাও আমাদের সবার মধ্যে ছড়িয়ে যাবে। এগিয়ে যাওয়ার জন্য এটি অত্যন্ত ভাল।

এ সময় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু প্রমুখ উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।