কুমিল্লায় পাঁচ লাখ ভারতীয় আতশবাজিসহ ৫ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:০১ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৩

কুমিল্লায় সোয়া পাঁচ লাখ ভারতীয় আতশবাজিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (৫ ফেব্রুয়ারি) র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শনিবার রাতে নগরীর অশোকতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- জেলার বরুড়া উপজেলার হরিপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে মো. সোহেল (২৮), চান্দিনা উপজেলার বরকড়ি গ্রামের আবুল কালামের ছেলে মো. আরমান (২৭), নগরীর শাসনগাছার লিটন মিয়ার ছেলে মো. রনি হোসেন (২৬), একই এলাকার মো. মনির হোসেনের ছেলে এমরান হোসেন (২৪) ও খাগড়াছড়ির গুইমারার জালিয়াপাড়া গ্রামের হযরত আলীর ছেলে মোহাম্মদ হোসেন (২৮)।

কুমিল্লায় পাঁচ লাখ ভারতীয় আতশবাজিসহ ৫ যুবক গ্রেফতার

আরও পড়ুন: শার্শায় ২৫ লাখ টাকার আতশবাজি ও জর্দা উদ্ধার

মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নগরীর অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পাঁচ লাখ ৩৭ হাজার ১০০ পিস আতশবাজি, ১৭ হাজার পিস মেহেদী, ১৮ হাজার পিস চকোলেট, এক হাজার ২৮০ পিস তেল, তিন হাজার ৫০০ পিস পাউডার, ৭২০ পিস উডওয়ার্ড গ্রিপস ওয়াটার জব্দ করা হয়।

তিনি আরও জানান, তাদের নামে কোতোয়ালি মডেল থানায় মামলা দিয়ে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।