ভোট পুনর্গণনার দাবিতে হিরো আলমের আবেদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:১২ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৩

বগুড়া-৪ আসনের ভোট পুনর্গণনার দাবিতে আবেদন জানিয়েছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। রোববার (৫ জানুয়ারি) দুপুরে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বরাবর লিখিতভাবে আবেদন করেন তিনি।

আবেদনে হিরো আলম জানান, তিনি বগুড়া-৪ আসনে (কাহালু-নন্দীগ্রাম) স্বতন্ত্র প্রার্থী হয়ে উপ-নির্বাচনে অংশগ্রহণ করেন। গত ১ ফেব্রুয়ারি এই আসনে ভোটগ্রহণ হয়। ভোটগ্রহণের পর কাহালু-নন্দীগ্রাম এলাকার কিছু ভোটকেন্দ্রের ফলাফল তার কাছে সন্দেহজনক মনে হয়েছে। এজন্য ৪৫টি কেন্দ্রের ভোট পুনরায় গণনা করে ফলাফল প্রকাশের আবেদন করেন। এই আসনে মোট কেন্দ্র ১১২টি।

বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপ-নির্বাচনে হিরো আলম বগুড়া-৬ ও বগুড়া-৪ এ দুটি আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে একতারা প্রতীকে অংশগ্রহণ করেন। ভোটের ফলাফলে বগুড়া-৬ আসনে তিনি ভোট পান ৫ হাজার ২৭৪। আর বগুড়া-৪ আসনে পান ১৯ হাজার ৫৭১। এই আসনে জয়ী মহাজোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে পান ২০ হাজার ৪০৫ ভোট। বগুড়া-৪ আসনে ফলাফলে হিরো আলম ৮৩৪ ভোটের ব্যবধানে মশাল প্রতীকের কাছে হেরেছেন। মোট ভোটার ৩ লাখ ২৮ হাজার ২৬৯। এর মধ্যে উপ-নির্বাচনে ৭৮ হাজার ৫২৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

এদিকে, ফলাফল প্রকাশের পর ভোটের দিন ১ ফেব্রুয়ারি রাতেই সংবাদ সম্মেলন করে ভোট গণনায় অনিয়মের অভিযোগ করেন হিরো আলম। এরপর বগুড়া-৪ আসনের উপ-নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন তিনি। ভোটের সঠিক তথ্য ও ফলাফল প্রকাশে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণাও দেন হিরো আলম। এই ঘোষণার পর রোববার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বরাবর ভোট পুনর্গণনার দাবিতে আবেদন করেন।

এ বিষয়ে হিরো আলম জানান, উপ-নির্বাচনের ভোটের ফলাফল সঠিক আছে কি না জানতে কেন্দ্রভিত্তিক ইভিএমের ভোটের প্রিন্ট কপি চেয়ে ভোট পুনর্গণনার আবেদন করা হয়েছে। ৪৫টি কেন্দ্রের ফলাফল পুনরায় প্রকাশের জন্য দাবি জানিয়েছেন তিনি।

বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আশরাফুল হোসেন আলমের একটি আবেদন জমা পড়েছে। যদিও নির্বাচন সংক্রান্ত ফলাফলের সব কাগজপত্র তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বুঝিয়ে দেওয়া ফলাফলের কাগজপত্রে কোনো ভুল থাকলে সে বিষয়টি দেখা যেতে পারে।

জেলা প্রশাসক আরও বলেন, ইভিএমে ভোট গণনায় ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই।

এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।