সীমান্তে সাউন্ড গ্রেনেডে কৃষক আহত, বিএসএফের অস্বীকার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৮:৩১ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

পঞ্চগড় সদর উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া সাউন্ড গ্রেনেডে আজিজার রহমান (৪৫) নামে এক কৃষক আহত হওয়ার অভিযোগ উঠেছে। তবে ক্যাম্প কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বিজিবির কাছে সাউন্ড গ্রেনেড ছোড়ার বিষয়টি অস্বীকার করেছে বিএসএফ।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সাতমেড়া ইউনিয়নের কাকপাড়া এলাকায় ভারত সীমান্তের করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। আহত আজিজার সাতমেড়া ইউনিয়নের কাকপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্থানীয় কয়েকজন কৃষকের সঙ্গে আজিজার করতোয়া নদীতে বোরো ধানের চারা রোপণ করতে যান। এরপর সময় সীমান্তের ওপারে এক বিএসএফ সদস্য সাউন্ড গ্র্যানেড ছুড়ে মারেন এবং বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আজিজার সামান্য আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যাওয়া হয়।

আজিজারের ছোট ভাই দিদার আলী বলেন, ‘ভাই করতোয়া নদীতে বোরো ধানের চারা রোপণ করতে গিয়েছিলেন। সেখানে বিএসএফের ছোড়া ককটেল বা বোমা জাতীয় কিছুতে তিনি আহত হন। তবে আমার ভাই বর্তমানে বাসায় আছেন। শঙ্কামুক্ত আছেন।’

পঞ্চগড় ১৮-বিজিবির মীরগড় ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার শেখ মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা সীমান্ত এলাকায় যাই। সেখানে স্থানীয়দের কাছে বিষয়টি শুনে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করি। বিকেলে সীমান্ত এলাকায় অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ বিষয়টি অস্বীকার করেছে।

সফিকুল আলম/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।