পরশুরাম পৌর মেয়রের মামলায় যুবলীগ নেতা কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০২:৩২ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৩
জামিন না মঞ্জুর করে যুবলীগ নেতা ইয়াছিন শরীফ মজুমদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত

ফেনীর পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলের মামলায় উপজেলা যুবলীগের আহ্বায়ক ইয়াছিন শরীফ মজুমদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

ইয়াছিন শরীফ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদারের জামাতা।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে ফেনী আদালতে হাজিরে হয়ে ইয়াছিন শরীফসহ ১২ জন জামিন আবেদন করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান ১১ জনের জামিন মঞ্জুর করলেও ইয়াছিন শরীফকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার আইনজীবী অ্যাডভোকেট এম শাহজাহান সাজু বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ইয়াছিনের স্ত্রী নাজিয়া সুলতানা আনিকা স্বামীকে কারাগারে পাঠানো নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেন, ‘আশা করি এখন আপনারা সবাই খুশি হয়েছেন। ইয়াছিন গ্রেফতার হয়েছে।’

এর আগে শনিবার ইয়াছিন শরীফকে প্রধান আসামি করে ১৩ জনের নাম এবং অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা দিয়েছেন সাজেল চৌধুরী।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।