ফেনীতে পুকুরে মিললো যুবকের মরদেহ

ফেনীর কাজিরবাগে একটি পুকুর থেকে মোবারক হোসেন চৌধুরী (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের হাজী বাদশা মিয়ার বাড়ির পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। মোবারক ফুলগাজী উপজেলার বন্দুয়া গ্রামের মৃত নজির আহাম্মদ চৌধুরীর ছেলে।
আরও পড়ুন: প্রবাসীর স্ত্রীকে ৪ বছর ধরে ধর্ষণ, যুবলীগ নেতা গ্রেফতার
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে স্থানীয় হাজী বাদশা মিয়ার বাড়ির পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা মরদেহটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সেখানে মরদেহ ছবি দেখে স্বজনরা তাকে শনাক্ত করে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই যুবক ভোর বেলায় ঘর থেকে বের হয়। পরে সে ওই পুকুরে গিয়ে ডুবে যায়। সে মানসিক ভারসাম্যহীন ছিল। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আবদুল্লাহ আল-মামুন/জেএস/জেআইএম