গৃহবধূকে ধর্ষণচেষ্টা, সাবেক আ’লীগ নেতার গোপনাঙ্গ কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধর্ষণচেষ্টাকালে এরশাদুল ইসলাম নামে সাবেক আওয়ামী লীগ নেতার গোপনাঙ্গ কেটে দেন এক গৃহবধূ। পরে হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

মৃত্যু এরশাদুল ইসলাম উপজেলার কিচক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এর আগে সোমবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের মাদারগাছি গ্রামে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত গৃহবধূকে আটক করে পুলিশ।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি অভিযুক্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে এরশাদুলের বিরুদ্ধে। তখন থানায় মামলা হলে এরশাদুল কারাগারে ছিলেন। কিছুদিন আগে জামিনে বের হন তিনি।

আটক গৃহবধূর স্বামী রুবেল মিয়া বলেন, এরশাদুল জামিনে বের হয়ে আবারও আমার স্ত্রীকে উত্ত্যক্ত করতে থাকে। সোমবার সন্ধ্যায় আমি বাজারে গেলে এরশাদুল বাড়িতে এসে আমার স্ত্রীকে ধর্ষণচেষ্টা চালায়। এসময় আমার স্ত্রী ব্লেড দিয়ে এরশাদের গোপনাঙ্গ কেটে দেয়।

ওসি মনজুরুল আরও বলেন, এ ঘটনায় অভিযুক্ত গৃহবধূকে আটক করা হয়েছে। শিবগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।