লক্ষ্মীপুরে ইটবোঝাই পিকআপ উল্টে চালকসহ নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫:০২ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৩

অডিও শুনুন

লক্ষ্মীপুরে ইটবোঝাই পিকআপ উল্টে চালক মো. নুরনবী (৩০) ও শ্রমিক মো. সিরাজ (৩৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ছটকির সাঁকো এলাকার লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরনবী ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের শাহ আলমের ছেলে এবং সিরাজ একই এলাকার রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ইট নিয়ে পিকআপটি ভবানীগঞ্জের মিয়ারবেড়ি এলাকা থেকে লক্ষ্মীপুরের দিকে আসছিল। ঘটনাস্থল পৌঁছালে একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে পিকআপে থাকা ইট রাস্তায় ছড়িয়ে পড়ে। এসময় পিকআপচালক নুরনবী ঘটনাস্থলেই মারা যান। শ্রমিক সিরাজকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিলে মারা যান।

Lakshmipur-1

আরও পড়ুন: বিয়ে করে ফেরার সময় সড়ক দুর্ঘটনা, নিহত ৪

ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তফা আহমেদ তুহিন বলেন, নিহত দুইজনই আমাদের এলাকার বাসিন্দা। দুজনের ঘরেই সন্তান রয়েছে। দুজনই পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন। তাদের মৃত্যু দুঃখজনক।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল-আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসেছি। দুর্ঘটনায় দুইজন মারা গেছে। নিহতদের মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ২০২২ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৯৯৫১

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে আনার পরপরই মারা যায়। নিহতদের মরদেহ মর্গে আছে।

কাজল কায়েস/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।