পা দিয়ে লিখে এইচএসসি পাস, শিক্ষক হওয়ার স্বপ্ন জসিমের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:১২ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় ৪.২৯ পেয়ে উত্তীর্ণ হয়েছেন জসিম মাতুব্বর। লেখাপড়া শেষ করে মানুষ গড়ার কারিগর শিক্ষক হতে চান তিনি।

বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে জসিম মাতুব্বর জাগো নিউজকে পাসের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফরিদপুর সিটি কলেজের বিএম শাখা থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে ৪.২৯ পেয়ে এইচএসসি পাশ করেছি। আমরা চার ভাই এক বোনের মধ্যে আমি সবার বড়। পড়ালেখা শেষ করে পরিবারের দায়িত্ব কাঁধে নিতে চাই। তাই স্বাবলম্বী হওয়ার সংগ্রামে নেমেছি। আমি সবার দোয়া ও সহযোগিতা চাই। আমার স্বপ্ন লেখাপড়া শেষ করে শিক্ষক হবো।

জসিম ফরিদপুরের নগরকান্দা উপজেলার কদমতলী গ্রামের উত্তরপাড়ার দরিদ্র কৃষক হানিফ মাতুব্বরের ছেলে। লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করেন মেধাবী এ শিক্ষার্থী। স্থায়ীভাবে নগরকান্দা বাজারে পা দিয়ে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন তিনি।

আরও পড়ুন: পা দিয়ে লিখে আলিম পরীক্ষায় ৪.৫৭ পেলেন কালুখালীর হাবিব

জসিম মাতুব্বরের বাবা হানিফ মাতুব্বর জাগো নিউজকে বলেন, জসিম জন্মের পর থেকে প্রতিবন্ধী। তার দুটি হাতই নেই। স্বাভাবিক চলাফেরাও ঠিকমত করতে পারে না। তবে জসিম বেশ মেধাবী। বাবা হিসেবে তার এ সাফল্যে আমি গর্বিত।

নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার জাগো নিউজকে বলেন, জসিম মাতুব্বর একজন অদম্য মেধাবী শিক্ষার্থী। জসিম পা দিয়ে লিখে এবার এইচএসসি পাশ করেছেন। তার প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করবো।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক জাগো নিউজকে বলেন, মেধাবী অদম্য জসিম মাতুব্বরের লেখাপড়ার বিষয়ে এবং সামনের দিকে এগিয়ে যেতে নিয়ম অনুযায়ী সাধ্যমতো সাহায্য সহযোগিতা করা হবে।

এন কে বি নয়ন/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।