ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

ফরিদপুরের মধুখালীতে ট্রেনে কাটা পড়ে তাপস সরকার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পার্শ্ববর্তী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের তপন সরকারের ছেলে।

নিহত তাপস সরকার ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে রিসিপশনে চাকরি করতেন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মির্জাপুর এলাকায় রেললাইনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে রাজবাড়ীর কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে ট্রেনের নিচে কাটা পড়ে তাপস সরকার নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে তার ঠিকানা পাওয়ার পর রেল পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারবেন এবং আইনগত ব্যবস্থা নেবেন।

এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এর কারণ জানা সম্ভব হয়নি। এ বিষয়ে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।