ঝিনাইদহে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

ঝিনাইদহের কালীগঞ্জে স্ত্রী হত্যায় শিমুল বিশ্বাস নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহমেদ এ আদেশ দেন।

শিমুল বিশ্বাস কালীগঞ্জ উপজেলার উত্তর বেলাট দৌলতপুর গ্রামের সমির বিশ্বাসের ছেলে।

আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইসমাইল হোসেন জানান, ২০১৩ সালের ১২ ডিসেম্বর ভোরে শিমুল বিশ্বাস পারিবারিক বিরোধে তার স্ত্রী শম্পা খাতুনকে বালিশচাপা দিয়ে হত্যা করে। এ ঘটনায় ওই দিনই নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় শিমুল বিশ্বাসসহ তিনজনকে আসামি করে মামলা করে। সে মামলার তদন্ত শেষে চার্জশিট দেয় পুলিশ। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে চূড়ান্ত শুনানি শেষে আদালত শিমুল বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সময় মামলার বাকি দুই আসামিকে খালাস দেওয়া হয়।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।