বান্দরবানে আটক ২০ জঙ্গি-কেএনএফ সদস্য কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ১১:৫৫ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৩
পাহাড় থেকে র‌্যাবের হাতে গ্রেফতার জঙ্গি-কেএনএফ সদস্যরা

বান্দরবানে র‍্যাবের অভিযানে আটক জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ১৭ এবং কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তিন সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।

তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় বান্দরবান চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইন কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের পুলিশ পরিদর্শক আবদুল মজিদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: বান্দরবানে অভিযানে জঙ্গিসহ আটক ২০, বিপুল অস্ত্র জব্দ

গ্রেফতাররা হলেন- কুমিল্লা সদরের মো. আস সামী রহমান সাদ (১৯), বরগুনা বেতাগীর সোহেল মোল্লা (২২), পটুয়াখালী সদরের মো. আল আমিন ফকির (১৯), কুমিল্লা লাঙ্গলকোট এলাকার জহিরুল ইসলাম (২৭), পটুয়াখালীর মিরাজ শিকদার আশরাফ হোসেন (২৬), মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ির রিয়াজ শেখ জায়েদ (২৪), পটুয়াখালীর ওবায়দুল্লাহ (২০), পটুয়াখালীর মির্জাগঞ্জের জুয়েল মাহমুদ মাহমুদ (২৭), টাঙ্গাইল ধনবাড়ি এলাকার ইলিয়াস রহমান (৩২)।

আরও আছেন, ঝালকাঠি সদর এলাকার হাবিবুর রহমান মোড়া (২৩), কুমিল্লা সদর এলাকার সাখাওয়াত হোসেইন (২১), বরিশাল কোতোয়ালির আব্দুস সালাম রাকি রাসেল (২৮), কুমিল্লা লাকসাম এলাকার যোবায়ের আহম্মেদ আইমান রেনাল ওমর (২৯), পটুয়াখালী দশমিনার শামীম হোসেন আবু হুরাইরা রাফি (২৬), হবিগঞ্জ মাধবপুরের তাওয়াবুর রহমান সোহান মিন্টু (২০), বরিশালের মোহাম্মদ মাহমুদ (২০), মাগুরার মোহাম্মদ আবু হুরাইরা (২২)। এছাড়া পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ সদস্য লাল মোল সিয়াম বম, ফ্লাগ ক্রস ও মালসম পাংকুয়া।

আদালত সূত্রে জানা যায়, ৭ ফেব্রুয়ারি থানচির রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকায় জঙ্গি ও সশস্ত্র সংঘটন কেএনএফের অবস্থান সম্পর্কে জেনে অভিযান চালায় র‍্যাব। অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ১৭ জন ও কেএনএফের তিন সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১টি আগ্নেয়াস্ত্র, ১৮০ রাউন্ড কার্তুজ ও নগদ ৭ লাখ টাকা জব্দ করা হয়।

নয়ন চক্রবর্তী/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।