চুয়াডাঙ্গায় ভারতীয় নেশার ইনজেকশনসহ দুই কারবারি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৩

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৬০০ ভারতীয় নেশার ইনজেকশনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন।

আরও পড়ুন: নওগাঁয় ৬৮১ নেশাজাতীয় ইনজেকশন জব্দ

আটকরা হলেন- জেলার আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুর মাঠপাড়ার শাফায়েত আলী ও দিনাজপুরের নবাবগঞ্জ থানার আহমেদনগরের বাবু।

আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গার রেলবাজারের নবফুড অ্যান্ড জেনারেল স্টোরের সামনে বিক্রয় নিষিদ্ধ ভারতীয় নেশার ইনজেকশন বিক্রয় হচ্ছে। এসময় সেখানে অভিযান চালিয়ে শাফায়েত আলী ও রনি বাবুকে আটক করা হয়। পরে আটকদের কাছে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৬০০ ইনজেকশন উদ্ধার করা হয়।

হুসাইন মালিক/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।