ঝিনাইদহে গণপরিবহনে চাঁদাবাজির সময় আটক ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৩

ঝিনাইদহের কালীগঞ্জে গণপরিবহন থেকে বিভিন্ন সংগঠনের নামে চাঁদাবাজির অভিযোগে চারজনকে আটক করেছে র‌্যাব। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কোটচাঁদপুর মহাসড়কের তালেশ্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রবিন কুমার দাস, আওয়াল হোসেন, আনজু ও এস এম ফারুখ খান। তাদের সবার বাড়ি কালীগঞ্জ উপজেলায়।

আরও পড়ুন: সড়কে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক ইশতিয়াক হোসাইন জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে চলাচলকারী যানবাহন থেকে শ্রমিক সংগঠন, পৌরসভাসহ বিভিন্ন সংগঠনের নামে চাঁদাবাজি চলছে এমন খবর আসতে থাকে র‌্যাবের কাছে। সে খবরের ভিত্তিতে তালেশ্বর এলাকায় চাঁদাবাজির সময় হাতে নাতে রবিন কুমার দাস, আওয়াল হোসেন, আনজু ও এস এম ফারুখ খানকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ২ হাজার ১৬০ টাকা ও রশিদ বই জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে মামলা করে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।