নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ছবি
নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বেলাল হোসেন (৪৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাটোয়ারী পেট্রোল পাম্প এলাকায় অজ্ঞাত কোনো যানচাপায় তার মৃত্যু হয়।
বেলাল হোসেন উপজেলার থানার মোড় এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। পেশায় তিনি একজন ইলেকট্রিক মিস্ত্রি। কাজ শেষে মোটরসাইকেলে তিনি বনপাড়া বাজার থেকে বাড়িতে ফিরছিলেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রেজাউল করিম রেজা/আরএইচ/জিকেএস