বেনাপোল সীমান্ত থেকে ৭৪ লাখ টাকার সোনা উদ্ধার

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১১:৪৪ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩

যশোরের বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে আটটি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার বাজার মূল্য ৭৪ লাখ ১৯ হাজার ৫৮০ টাকা।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে পুটখালী বিজিবি ক্যাম্পের একটি টহল দল সোনার বারগুলো উদ্ধার করে।

বিজিবি জানায়, ভারতে সোনার বার পাচার হবে- এমন সংবাদের ভিত্তিতে পুটখালী গ্রামের সজলের মোড় এলাকায় অবস্থান নেয় বিজিবি। এসময় মোটরসাইকেলে করে আসা দুইজন ব্যক্তিকে থামতে বলেন বিজিবির সদস্যরা। তারা না থামিয়ে পালানোর চেষ্টা করেন। বিজির সদস্যরা লাঠি দিয়ে আঘাত করলে মোটরসাইকেলের পেছনে থাকা আরোহীর সঙ্গে থাকা ব্যাগটি পড়ে যায়। পরে তারা দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যান। ওই ব্যাগ থেকে আটটি সোনার বার উদ্ধার করা হয়ে। যার বাজার মূল্য ৭৪ লাখ ১৯ হাজার ৫৮০ টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানভীর রহমান বলেন, ২০২২ সাল থেকে এ পর্যন্ত খুলনা ব্যাটালিয়নের নিয়ন্ত্রণাধীন সীমান্ত এলাকায় ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ৬৬ কেজি ১৬ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা।

জামাল হোসেন/আরএডি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।