শ্বশুরবাড়িতে আগুনে দগ্ধ অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক নরসিংদী
প্রকাশিত: ০৬:১১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩
দগ্ধ হয়ে মারা যাওয়া গৃহবধূ তিশা

নরসিংদী পৌর শহরে শ্বশুরবাড়িতে আগুনে দগ্ধ হয়ে তিশা নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয়রা জানান, দুবছর আগে পশ্চিমকান্দা পাড়ার সেবাসংঘ এলাকার কাজল সাহার সঙ্গে তিশার বিয়ে হয়। ৪ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় কাজল সাহার বাড়িতে চিৎকার শুনতে পান স্থানীয়রা। কিন্তু বাড়ির ভেতরের গেট বন্ধ থাকায় কেউ যেতে পারেননি। দুই ঘণ্টা পর রান্না করতে গিয়ে তিশা দগ্ধ হয়েছেন জানিয়ে তার স্বামী কাজল সাহাসহ বাড়ির অন্যরা তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান।

তিশার শরীরে বিভিন্ন অংশ আগুনে ঝলসে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সাতদিন চিকিৎসা নেওয়ার পর শনিবার সকালে তিনি মারা যান।

তবে গৃহবধূর পরিবারের অভিযোগ, শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করে তিশার শরীরে আগুন দিয়ে তাকে হত্যা করেছে। তারা এ হত্যাকাণ্ডের বিচার চায়।

নরসিংদী সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সঞ্জিত সাহা/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।