পিরোজপুরে আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩

পিরোজপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী ইজতেমা।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গমাতা সেতুর কুমিরমারা প্রান্তে এ ইজতেমায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় কাকরাইলের মুরুব্বি মাওলানা আশ্রাফ আলী।

দোয়া ও মোনাজাতে প্রাণিসম্পদ মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ. ম. রেজাউল করিমসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর প্রধান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন। এসময় দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

মোনাজাতে অংশ নিতে সকাল থেকে আসেন মুসল্লিরা। পিরোজপুর জেলা, উপজেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে বয়ান শুনতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইজতেমা কেন্দ্র করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কুমিরমারা প্রান্তে শুরু হয় তিন দিনব্যাপী এ ইজতেমা। ইজতেমায় ভারত, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কাসহ পাঁচ দেশের জামাত অংশ নেয়।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।