সুন্দরবনে মৃত বাঘের দেহাবশেষ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩
মৃত বাঘের দেহাবশেষ উদ্ধারের বুড়িগোয়ালিনী স্টেশনে নেওয়া হচ্ছে

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে একটি মৃত বাঘের দেহাবশেষ (হাড়) উদ্ধার করেছে বন বিভাগ। পশ্চিম সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশনের কলাগাছিয়া মুরালী খাল থেকে বাঘের হাড়গোড় উদ্ধার করা হয়।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) নূরুল আলম।

তিনি বলেন, জেলেদের কাছে খবর পেয়ে শনিবার ঘটনাস্থল থেকে একটি মৃত বাঘের হাড়গোড় উদ্ধার করা হয়। বাঘটি আনুমানিক এক মাস আগে মারা গেছে বলে ধারণা করছি। এ ঘটনায় শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে বাঘটি মৃত্যুর কারণ জানা যায়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জিডির বিষয়টি শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম বাদল জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

আহসানুর রহমান রাজীব/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।