ভারতে পাচারকালে ১৮টি সোনার বারসহ চোরাকারবারি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:৩১ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১৮টি সোনার বার জব্দ করেছে বিজিবি। জব্দ করা সোনার বারের ওজন দুই কেজি ৯৯ গ্রাম ৫২০ মিলিগ্রাম। এ সময় পাচু সরকার (৫২) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার বলদঘাটা নামক স্থান থেকে এসব সোনার বারসহ তাকে আটক করা হয়। আটক পাচু সরকার বলদঘাটা গ্রামের দুর্গা চরণ সরকারের ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩৭-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বলদঘাটায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ১৮টি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করা হয়। জব্দ করা সোনার দাম এক কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৪৯২ টাকা।

আটক পাচু সরকারকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।

আহসানুর রহমান রাজীব/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।