নাশকতা মামলায় বিএনপি নেতা কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৫:০২ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩
মেহেরপুর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আওয়াল বিশ্বাস

নাশকতা মামলায় মেহেরপুর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আ. আওয়াল বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইসরাফিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের সোমবার রাতে অভিযান চালিয়ে আ. আওয়াল বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি গাংনী উপজেলার বামন্দী দাখিল মাদরাসায় বোমা বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আসিফ ইকবাল/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।