যশোরে ৯ কেজি সোনার বার উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

যশোরে প্রাইভেটকারের বডি থেকে প্রায় নয় কেজি ওজনের ৬০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) যশোরের ৪৯ বিজিবি ও খুলনার ২১ বিজিবি যৌথ অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ এই স্বর্ণ জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা সোনার মূল্য ৮ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা। এ নিয়ে খুলনা সেক্টরের দুই ব্যাটালিয়ন এক বছরে ৪৫টি অভিযানে ১৬৩ কেজি সোনা জব্দ করেছে। এই সোনার বাজার মূল্য প্রায় ১৪০ কোটি ৬৮ লাখ টাকা। মঙ্গলবার রাতে ৪৯ বিজিবি ক্যাম্পে সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে খুলনা সেক্টরের ২১ বিজিবি ও ৪৯ বিজিবি জানতে পারে সোনার একটি বড় চালান ভারতে পাচার হতে যাচ্ছে। ঢাকা থেকে প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-৩৫-৯৫৭৭) দুজনে এই চালান নিয়ে খুলনা হয়ে যশোর দিয়ে বেনাপোল অভিমুখে যাচ্ছে।

এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে ২১ বিজিবি খুলনা থেকে তাদের অনুসরণ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে দ্রুত গতিতে যশোর পার হওয়ার চেষ্টা করে। এ সময় ৪৯ বিজিবিও তাদের আটকে অভিযান চালিয়ে থামার নির্দেশ দিলে কারটি রাজারহাট এলাকা দিয়ে পালিয়ে যায়। কিছু দূর যেতেই সেটি দুর্ঘটনায় পতিত হলে চালক ও অপর যাত্রী পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে প্রাইভেট কারে বিশেষ কায়দায় লোকানো ৬০টি সোনারবার উদ্ধার ও জব্দ করে বিজিবি। জব্দ সোনার ওজন ৮ কেজি ৯৭৪ গ্রাম। বাজার মূল্য ৮ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা। প্রাইভেটকারটির মূল্য ২০ লাখ টাকা বলে জানিয়েছেন ৪৯ বিজিবির অধিনায়ক।

এ সময় তিনি জানান, গত এক বছর ২ মাসে ৪৯ বিজিবি ২০টি অভিযানে ৯৩ কেজি ৩৪৭ গ্রাম সোনা উদ্ধার করতে সক্ষম হয়। এর বাজার মূল্য ৮০ কোটি ৬৭ লাখ ৯৪ হাজার টাকা। এদিকে ২১ বিজিবি প্রায় একই সময়ে ২৫টি অভিযানে ৭০ কেজি সোনা জব্দ করে বলে জানানো হয়।

সেই সোনার মূল্য ৬০ কোটি টাকার বেশি বলেও জানানো হয়। মঙ্গলবারের উদ্ধার হওয়া স্বর্ণ বাদে আটক ও জব্দ করা সব সোনা রাষ্ট্রের অনুকূলে জমা দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ সময় ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মাদ তানভীর রহমানসহ দুটি ব্যাটালিয়নের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিলন রহমান/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।