ফুল দিতে গিয়ে পিটুনি খেলেন যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৮:২৩ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

ভালোবাসা দিবসে নাটোর সদর উপজেলায় স্কুলছাত্রীকে ফুল দিতে গিয়ে পিটুনি খেয়েছেন হাসান (২২) নামের এক তরুণ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নওপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হাসান করোটা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন জানান, দীর্ঘদিন থেকেই নওপাড়া ওসমান গনি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন হাসান। মঙ্গলবার দুপুরে ওই ছাত্রী স্কুলে ঢুকছিল। এ সময় বিদ্যালয় গেটের বাইরে তাকে ভালোবাসা দিবসের ফুল দিতে যান হাসান। এ সময় ওই ছাত্রী ফুল নিতে না চাইলেও জোর করেন।

জালাল উদ্দিন আরও জানান, বিষয়টি শিক্ষকদের জানায় ছাত্রী। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় হাসানকে আটক করা হয়। তার কাছ থেকে ওই ছাত্রীকে লেখা একটি চিঠিও পাওয়া যায়।

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম জাগো নিউজকে ঘটর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মারধরের পর স্থানীয়রা হাসানকে পিটুনি দিয়ে তার বড় ভাই মিলনের কাছে সোপর্দ করেন।

রেজাউল করিম রেজা/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।